করোনায় প্রিন্স গার্মেন্টস মালিকের মৃত্যু
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে রাজধানীতে এক পোশাক কারখানার মালিক
মো. তাসলিম আক্তার নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক। তিনি বলেন, প্রিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন। উল্লেখ্য গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর থেকে দেশবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৩০। আর মৃতের সংখ্যা ২১ জন হয়েছে।