করোনায় অসহায় ও পথশিশুদের পাশে বাঁধন ও মুশাফির ইশকুল
আবির হোসাইন শাহিন ,নিজস্ব প্রতিবেদক:
মুসাফির ইশকুল অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা।”আমরা কিছু মুসাফির গড়ে তুলব সুখের নীড় ” এই প্রাতিপাদ্যকে সামনে রেখে গাজিপুর জয়দেবপুর স্টেশন সংলগ্ন গড়ে উঠেছে মুসাফির ইশকুল।সমাজে পিছিয়ে পরা পথশিশুদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল।করোনার মধ্যেও থেমে নেই তাদের পথচলা।বাংলা বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করতে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
করোনার মহামারিতে গতকাল মুসাফির ইশকুল এর উদ্যোগে তৃতীয় ধাপে বাড়ি বাড়ি খাবার বিতরণ করা হয়। খবর নিয়ে জানা যায় স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন ও মুসাফির ইশকুলের যৌথ উদ্যোগে গাজীপুর মহানগরের ৪২ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা প্রতি ব্যাগে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ১ কেজি তেল, হাফ কেজি লবন, ১ টি লাইফবয় সাবান, ১ টি হুইল সাবান।
এব্যাপারে মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরান বলেন ত্রাণ সামগ্রী পেয়ে তাদের চোখে একটু হলেও আনন্দের ছায়া দেখতে পেয়েছিলাম। কৃতজ্ঞতা বাঁধনকর্মী ও মুসাফির ইশকুলের সদস্যদের প্রতি। আপনাদের নিরলস পরিশ্রম আছে বলেই আমরা মানুষের দ্বার প্রান্তে খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সকলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।