কন্যা শিশু দিবসে বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেলেন সদরের এসিল্যান্ড।
আজিজুর ররহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস -২০১৯ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে । সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার রহমত বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী হাসান খসরু খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে, স্কুলের মেয়েদের সেনেটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এরপর জেলা পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখায় সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে । সিরাজগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৬০টি বাল্যবিবাহ বন্ধ করেছেন, সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। তিনি দুইবার একদিনে ০৭ (সাত) বাল্যবিবাহ বন্ধ করে ইতোমধ্যে রেকর্ড সৃষ্টি করেছেন। বাল্যবিবাহ নিরোধে অসামান্য অবদান রাখায় সদরের সহকারী কমিশনার (ভূমি)কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর কানিজ ফাতেমা,সহকারী তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও ছাত্রীবৃন্দ।