কাজিপুর

কনকচাঁপা নির্বাচনীর প্রচারনার ১০দিনপর সোনামুখি বাজার এলাকায় গনসংযোগ করলেন ।

স্টাফ রিপোর্টার ঃ

আওয়ামী লীগের দূূর্গখ্যাত ও ভোটব্যাংক হিসেবে খ্যাত সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে নির্বাচনি প্রচারণার ১০দিন পর মাঠে নামলেন বিএনপি মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। নির্বাচনীর প্রথম প্রচারণার শুরুতে দলীয় নেতাকর্মী ছাড়াই শুক্রবার দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে যান এবং ভোট চান। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী বা সমর্থকরা না থাকলেও উৎসুক মানুষকে তার সঙ্গে ঘুরতে দেখা যায়।

তিনি পোস্টার বিতরণসহ ভোটারদের কাছে দোয়া ও চেয়েছেন। প্রচারণাকালে তার স্বামী সুরকার মইনুল ইসলাম তার সঙ্গে ছিলেন। তিনি দলীয় নেতাকর্মীদের ছাড়াই এখন নির্বাচনি মাঠে নামায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দলীয় অনেক নেতাকর্মী বলছেন, দুপুরে পুলিশি নিরাপত্তায় কনকচাঁপা তার স্বামীকে নিয়ে ওই বাজার এলাকায় গণসংযোগ করেন। সেখানে আমাদের যাওয়ার কথা থাকলেও রাতে কনকচাঁপার স্বামী ফোন দিয়ে নিষেধ করায় নেতাকর্মীরা গণসংযোগে যায়নি। এ নিয়ে দলীয় অনেক নেতাকর্মীর মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে বলে তারা উল্লেখ করেন। এ আসনের বিএনপির প্রার্থী কনকচাঁপা শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ছাড়াই নির্বাচনী মাঠে নামার কথা স্বীকার করে বলেন, আমার শারীরিক অসুস্থতা কিছুটা কমেছে, নিয়মিত ওষুধ খাচ্ছি। তবে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও শুক্রবার দুপুরে আমার নির্বাচনী এলাকায় ভোট প্রচারণায় মাঠে নেমেছি। নিজের মতো করেই নির্বাচনী প্রচারণা করছি এবং মানুষের ভালোবাসা ও পাচ্ছি। এ নির্বাচনে প্রচার করতে পারলে ও জনগন ইচ্ছামত সুুুষ্ঠভাবে ভোট দিতে পারলে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদী।