এ্যাডভোকেট লোকমান হাকিমের মতবিনিময় সভা
আব্দুল কুদ্দুস তালুকদার-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাইস – চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সহ- গ্রন্থাগার সম্পাদক, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ; সহ- আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সিরাজগঞ্জ জেলা শাখা ; সাবেক ছাত্রলীগ নেতা সিরাজগঞ্জ জজ কোর্টের উদীয়মান তরুন আইনজীবী এ্যাডভোকেট লোকমান হাকিম গতকাল শুক্রবার বেলা এগারটায় রায়গঞ্জ বাজারের রাসেল স্মৃতি সংসদ অফিসে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক করতোয়া প্রতিনিধি সুব্রত কুমার ঘোষ তাপস ; কার্যকরী সদস্য প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স. ম. আব্দুস সাত্তার ; রায়গঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা, দৈনিক সংবাদ প্রতিনিধি, নওগাঁ সিনিয়ার মাদ্রাসার অধ্যাপক ডঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক, প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, নিমগাছি অনার্স কলেজের শিক্ষক, দৈনিক দেশকাল প্রতিনিধি আলহাজ্ব এম এ হাশিম সরকার ; সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সরোয়ার হোসেন, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হাকিম বাবু, সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল কাশেম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতা ও সাপ্তাহিক দূর্জয় বাংলাদেশ সম্পাদক কমরেড শেখ মোস্তফা নুরুল আমিন, সরকারী বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের অধ্যাপক, সাংবাদিক ফজলুল হক খান ; দৈনিক যায় যায় দিন প্রতিনিধি অধ্যাপক আব্দুল্লাহ্ সরকার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা, দৈনিক যমুনা প্রবাহ সংবাদদাতা কে এম রফিকুল ইসলাম ; রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি দৈনিক কলম সৈনিক প্রতিনিধি সাংবাদিক আলহাজ্ব এস. এম. নজরুল ইসলাম, আরিফুর রহমান বাচ্চু, দৈনিক ইনকিলাব সংবাদদাতা আরাফাত রহমান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আশরাফ আলী ; জাসদ নেতা ও দৈনিক সিরাজগঞ্জ বার্তা সংবাদদাতা সাংবাদিক আতিক মাহমুদ আকাশ, সাপ্তাহিক একতা প্রতিনিধি কমরেড প্রদীপ কুমার ভৌমিক, মামুন বিশ্বাস, সায়েম, শাহীন প্রমূখ। মতবিনিময় সভায় এ্যাডভোকেট লোকমান হাকিম জানান, তিনি উপজেলার সোনাখাড়া ইউপির হাজিপুরে জন্মগ্রহন করলেও তার পৈত্রিক নিবাস ধানগড়া ইউপির তেলিজানা গ্রামে যা রায়গঞ্জ বাজারের পাশের গাঁ। যদিও কর্মসূত্রে তিনি সিরাজগঞ্জ শহরে বাস করেন তবে তার মন- প্রাণ পড়ে থাকে রায়গঞ্জে। পেশাগত কারনেই তিনি মানবাধিকার নিয়ে কাজ করেন এবং স্বাভাবিক ভাবেই এলাকাবাসীর জন্য সার্বিক সহযোগিতার হাত তার সর্বদাই প্রসারিত থাকে বিশেষ করে যেখানে মানুষের অধিকার লংঘিত হয় সেখানে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। তাই দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্রমূক্ত, দূর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানে নিজের সর্বশক্তি উজাড় করে দিয়ে কাজ করতে পারতেন এবং এ ব্যাপারে উপস্থিত সাংবাদিক, দলীয় নেতৃবৃন্দের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উত্তরে তিনি এও জানান, দলীয় মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন না এবং দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বিজয়ের মালা ছিনিয়ে আনতে। সবশেষে সবাইকে চা চক্রে আপ্যায়িত করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা তথা পরিচালনার দায়িত্ব পালন করেন রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক যুগের কথার বিশেষ সংবাদদাতা রুহুল আমিন বকুল।