এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ এস বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ সিরাজগঞ্জ এর ছাত্র-ছাত্রীদের মাঝে- ২০২২ শিক্ষা বর্ষের সরকার প্রদত্ত বিনামূল্যের পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে ।
শনিবার (১ জানুয়ারি)বেলা ১২ টার দিকে অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে – বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সুযোগ্য জেলা প্রশাসক সিরাজগঞ্জ ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ , সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, দৈনিক যমুনা প্রবাহ এর নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মজিদ সরকার ।
বই বিতরন অনু্ষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবং অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যাপীঠের প্রধান মোঃ আশরাফুল ইসলাম। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থী ওঅভিভাবকদের অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা নতুন বছরে প্রথম দিনে নতুন বই বুকে জড়িয়ে ধরে আনন্দে ও খুশীমনে বাড়ী ফিরছেন।