এনায়েতপুরে অন্তঃসত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার ৫ দিনেও গ্রেফতার হয়নি ঘাতক
৩ মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া খাতুনকে (২০) আগুনে পুড়িয়ে হত্যার প্রধান আসামী ঘাতক স্বামী জাহাঙ্গীর হোসেনকে গত ৫ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোনিয়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের রূপনাই কান্দিপাড়া গ্রামের তাঁত শ্রমিক আব্দুল খালেকের মেয়ে। সোনিয়ার স্বামী জাহাঙ্গীরও তাঁত শ্রমিক।
এদিকে পাঁচ দিনেও প্রধান আসামী গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসির মধ্যে প্রশ্ন উঠেছে। ক্ষোভ বিরাজ করছে নিহতর পরিবারের মাঝে।
এ ঘটনায় গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। এ মাতম কিছুতেই থামছে না।
অপর দিকে নিহত অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়ার মা-বাবা মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে।
অভিযোগ উঠেছে, ৩ মাসের অন্তঃসত্বা সোনিয়া খাতুনকে গত মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে তার পাষণ্ড স্বামী তাঁত শ্রমিক জাহাঙ্গীর হোসেন গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে নির্মম ভাবে হত্যা করেছে।
সোনিয়ার মা নূরুন্নাহার খাতুন জানান, ৬ বছর আগে বাড়ি-ঘর, সহায়-সম্বল হারিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের রূপনাই কান্দিপাড়া গ্রাম থেকে স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে বেলকুচি উপজেলার গোপালপুর বটতলা গ্রামের বাবার বাড়ি এসে আশ্রয় নেয়।
১ বছর পর এ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ভালোবেসে বিয়ে করে তার বড় মেয়ে সোনিয়া খাতুন।
রের মা-বাবা মেনে নেননি। অনেক দেন দরবার করে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠালেও তার উপর ছুতো কথায় নেমে আসে অত্যাচার-নির্যাতন। এর মধ্যে সোনিয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবরে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ফলে সোনিয়ার উপর অত্যাচার নির্যাতনের পরিমান আরো বেড়ে যায়। সোনিয়া চলে আসে বাপের বাড়িতে।
মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর গোপন কথা বলার নাম করে মোবাইল ফোনে সোনিয়াকে ডেকে পাঠায়। বোরকা পরিহিত সোনিয়া গোপালপুর বটতলার মামার বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে স্থানীয় একটি মাদরাসার পাশের চাপা গলিতে গিয়ে স্বামী জাহাঙ্গীর হোসেনের সাথে দেখা করে। সেখানে দাড়িয়ে কথা বলার এক ফাঁকে জাহাঙ্গীর সোনিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মূহুর্তে সোনিয়ার সমস্ত বোরকায় আগুন ছড়িয়ে পড়ে। মুখ-মণ্ডল, হাত-পাসহ শরীরের ৯০ ভাগ পুড়ে যায়। তার দুই চোখ আগুনে পুড়ে গলে যায়। নাক ও জিহ্বার ৮০ ভাগ ক্ষতিগ্রস্থ হয়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোনিয়ার।
এ ঘটনায় নিহতের মা নূরুন্নাহার খাতুন বাদি হয়ে সোনিয়ার স্বামী ঘাতক জাহাঙ্গীর হোসেনকে আসামী করে এনায়েতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, মামলা হয়েছে। জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে। অতি তাড়াতাড়ি গ্রেফতার হবে।’
এদিকে গত ৫ দিনেও পুলিশ ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করতে না পাড়ায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় মাতবর আব্দুল হাসেম জানান, আগুনে পুড়িয়ে মারার ৫ দিন অতিবাহিত হলেও এখনো ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত তাকে গ্রেফতারে ব্যার্থ হলে আমরা এলাকাবাসী সোনিয়ার হত্যাকারী ঘাতক স্বামী জাহাঙ্গীরকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করবো।
সিরজগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন আপন..