এনায়েতপুরে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানবন্ধন
স্টাফ রিপোর্টার ঃ
প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের নায্যতার ভিত্তিতে বেতন বৈষম্য নিরসনের দাবিতে চৌহালী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এনায়েতপুর থানা সদরে মানববন্ধনে শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। পরে সাবেক সোনালী ব্যাংক চত্বরে বিনদহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আলাউদ্দিন, শরিফুল ইসলাম, নাসিরুল ইসলাম ও সম্পা দাশ। এসময় শিক্ষকরা বলেন, প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন নির্ধারন করা হোক। সহকারী প্রধান শিক্ষকের কোন প্রয়োজন নাই। এদিকে সাবেক অর্থমন্ত্রী ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বেতন বৈষম্য নিরসন কমিটির কাছে দেয়া প্রতিশ্রুতির দীর্ঘ ৫বছর পার হলেও এখনও তা কার্যকর হয়নি।