চৌহালী/এনায়েতপুর

এনায়েতপুরে ওরশ মেলার চুরি মালা দোকানদারের লাশ উদ্ধার !

এনায়েতপুুুর( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এনায়েতপুর ওরশ মেলার চুরিমালা দোকানদার আবদুর রহিমের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই থানার গোপিনাথপুর গ্রামের রওশন আলীর ছেলে।

সোমবার (২৮জানুয়ারি-২০১৯) সকালে যমুনা চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রোববার রাতে ওরশ মেলায় বেচাবিক্রি শেষে আব্দুর রহিম দোকান বন্ধ করে মাছ ধরতে যমুনা নদীতে যায়। সোমবার সকালে স্থানীয়রা যমুনা চরে তার লাশ দেখতে পায়। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।