উল্লাপাড়া

একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে হাতপাখার গণসংযোগ শুরু।

সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুুুন্না

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলংগা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুর রহমান হাতপাখাকে বিজয়ী করতে গনসংযোগ শুরু করেছেন।

শুক্রবার (২ নভেম্বর’১৮) দিনভর ওই উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলে নেতাকর্মীদের নিয়ে তিনি মোটর সাইকেল গনসংযোগ করেন। এসময় তিনি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এ গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবউল্লাহ, উল্লাপাড়া উপজেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন,সাধারন সম্পাদক আব্দুল মালেক, সলঙ্গা থানার সভাপতি মাওলানা আনিছুর রহমান, ইসলামী যুব আন্দোলন সলঙ্গা থানা শাখার সভাপতি হাবিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার সাধারন সম্পাদক শহিদ আমিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।