একদিনে করোনা আক্রান্ত দ্বিগুণ বেড়ে ১৮, মৃত ১
ডেস্ক নিউজ:
৫ এপ্রিল, ২০২০ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছেন। শুক্রবার আক্রান্তের এ সংখ্যা ছিল নয়জন। সব মিলিয়ে দেশে ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিয়ে মৃতের সংখ্যা নয়জনে দাঁড়িয়েছে। রবিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। একই সময়ে আরও তিনজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৩ জন।
এ সময় সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের ঢাকায় ফেরত আসতে বাধ্য করার ঘটনা সঠিক হয়নি বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতি আর খারাপ হতে দেওয়া যায় না। এখনই সচেতন না হলে দেশে আমেরিকা-ইউরোপের মতো পরিস্থিতি হতে পারে।