একদিনেই দুই হত্যা, সিরাজগঞ্জ’র শাহজাদপুরে, এলাকায় আতংক।
শেখ সাকিব উৎস, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় একই দিনেই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে, উপজেলার ভিন্ন দুটি স্থানে এ হত্যার গুলোর ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি গ্রামে। সকালে স্থানীয়রা রাস্তায় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি ওই ইউনিয়নেরই গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।
স্থানীয়দের থেকে জানা গেছে, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে কেউ একজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার ভোরে মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার পথে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।
অন্যদিকে, একই উপজেলার নন্দলালপুর গ্রামে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ
স্ত্রী তানজিলা (২০)-এর বিরুদ্ধে। নিহত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, তানজিলার বিয়ের আগ থেকেই প্রতিবেশী নূর আলম ওরফে নাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন। বুধবার সকালে স্বামীকে হত্যার উদ্দেশ্যে, পরকিয়া প্রেমিক নাহিদের পরামর্শে তানজিলা, নিহত করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় বলে অভিযোগ উঠেছে। এতে করিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়, পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) বলেন, স্বামীকে বিষপ্রয়োগে হত্যার ঘটনায় স্ত্রীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
থানার ডিউটি অফিসার এসআই জানান, ঘটনাস্থল দুটি থেকে দুইটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
