এইচএসসি পরীক্ষায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলায় শীর্ষে
উল্লাপাড়া প্রতিনিধিঃ
রাজশাহী শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ জেলায় সর্বোচ্চ ফলাফল করেছে।
এই কলেজ থেকে মোট ৬৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৫৭ জন। এই কলেজে পাসের হার শতভাগ।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল ইসলাম তার কলেজের ভালো ফলাফলের খবর জানিয়ে বলেন, শুধু উল্লাপাড়া উপজেলা নয় বিজ্ঞান কলেজ সিরাজগঞ্জ জেলাতেও শীর্ষ ফলাফল অর্জন করেছে।
অধ্যক্ষ আরো বলেন, করোনা মহামারিকালে তার কলেজে শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে শিক্ষকগণ নিয়মিত অনলাইন ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা পরিচালনা করে এসেছে। ফলে কলেজটি ভালো রেজাল্ট করেছে।
অপরদিকে উল্লাপাড়া পৌর শহরে সরকারি আকবর আলী কলেজও ভালো ফলাফল করেছে।
কলেজের স্টাফ কাউন্সিলের সম্পাদক সহকারী অধ্যাপক শামীম হাসান জানান, সারকারী আকবর আলী কলেজ থেকে মোট ৯১৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে ৪৪৯ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এই কলেজে পাসের হার ৯৮.৮০।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৩/০২/২০২২