উল্লাপাড়া

উল্লাপাড়া হাটিকুমরুলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

উল্লাপাড়া প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে অবৈধ বালু উত্তোলন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শতাধিক গ্রামবাসী। বৃহস্পতিবার ২৯ আগষ্ট দুপুরে ঐ গ্রামের ভুক্তভোগী সাধারন মানুষ মানববন্ধনের আয়োজন করেন।

হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক ব্যাক্তি দুপুর সাড়ে বারোটার দিকে প্রায় বিশ কিলোমিটার দুর থেকে ট্রাক যোগে উপজেলা সদরে এসে তাদের দাবী নিয়ে মানববন্ধন করে। এসময় তারা বিভিন্ন দাবীতে শ্লোগান দেয়।

এ মানববন্ধনকারীদের পক্ষে মোঃ সোলাইমান সরকার, মোঃ মনিরুল ইসলামসহ আরো ক’জন জানান, ফুলজোড় নদীতে সরকারীভাবে ইজারা দেওয়া বালু মহালের বাইরে থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বালু মহালের ইজারা নেওয়া মোঃ জাকির হোসেন তার কয়জন সহযোগী মিলে স্থানীয় প্রশাসন থেকে বালু মহালের চিহিৃত সীমানার বাইরে থেকে বালু তুলছে।

এতে উপজেলার আলোকদিয়া গ্রামের অনেক ব্যাক্তির নদী পাড়ের ফসলী জমি ক্ষতি হয়েছে। এরই মধ্যে বেশ কয়েক জনের আবাদী জমি নদীতে বিলিন হয়ে গেছে।এ বালু উত্তোলন ঠেকাতে গ্রামবাসীরা কয়েক দিন হলো চেষ্টা করে আসছে।

গ্রামবাসীদের অভিযোগে, অবৈধভাবে বালূ উত্তোলনকারীদের পক্ষ থেকে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্বারকলিপি জমা দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, সরকারীভাবে চিহিৃত বালু মহাল সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করলে, তারা অবৈধ করেছে।

প্রশাসন থেকে চিহিৃত সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যদি সীমানার বাইরে থেকে বালূ তোলা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।