উল্লাপাড়া-বেলকুচি সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে, দুর হবে ৫ লাখ মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ

 

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া-বেলকুচি উপজেলার মধ্যে যোগাযোগের একমাত্র আঞ্চলিক সড়কটি খানা- খন্দে ভরপুরে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল । সড়কটির এমন অবস্থায় দুটি উপজেলার প্রায় ৫ লাখ মানুষের নিত্য দিনের চলাচল সহ তাঁত শিল্পে উৎপাদিত কাপড় ও কৃষি পণ্য আনা নেয়া কঠিন হয়ে পড়েছিল। এ ছাড়াও অত্রাঞ্চলের একমাত্র অত্যাধুনিক এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ রোগি নিয়ে অনেক কষ্টে পৌছাতে হতো । অবশেষে সংসদ সদস্য তানভীর ইমামের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর প্রচেষ্টায় নতুন করে ওই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে ।
সিরাজগঞ্জ সড়ক বিভাগের অধীনে ২২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ১৬ কিঃমিঃ সড়কটির সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে । রাস্তাটির সংস্কার শুরু হওয়ায় খুশি দুই উপজেলার মানুষ ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের সোনতলা থেকে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে । একদিকে বেকো মেশিন দিয়ে সড়কের পুরানো কার্পেটিং তুলে ফেলা হচ্ছে। অন্যদিকে বালু ফেলা সহ ইটের খোয়া বিছিয়ে রোলার দিয়ে কম্প্যাকশন করা হচ্ছে। সড়কটির বিভিন্ন অংশে বালু ভরাট সহ প্রশস্থ ও মজবুত করা হচ্ছে। শতাধিক শ্রমিক মেশিনের সাথে সমান তালে কাজ করে যাচ্ছে। এখানে চলছে এক বিশাল কর্মযোজ্ঞ। দিনরাত সমান তালে এগিয়ে চলছে সড়কটির সংস্কার কাজ।

সলপ এলাকার বাসিন্দা মোঃ রতন মিয়া জানান,দীর্ঘদিন ধরে এই সড়কটির বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে খানা- খন্দে ভরপুর হয়ে যায় । মালামাল পরিবহনতো দুরের কথা যানবাহনে স্বাভাবিক চলাচল করাই কঠিন হয়ে পড়েছিল। সড়কটির এমন অবস্থায় দুই উপজেলার প্রায় ৫ লাখ মানুষ হাসপাতালে আসা যাওয়া সহ তাঁত শিল্পে উৎপাদিত কাপড় ও কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য আনা নেয়া করতে পারতো না। এতে চরম ভোগান্তি ভোগ করতে হতো সাধারন মানুষদের ।

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল জানান,দুটি উপজেলার মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ লাঘবে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে সড়কটির সংস্কার সহ মজবুতিকরণ কাজ বাস্তবায়নের উদ্যােগ নেন। তাঁর উদ্যােগে ইতিমধ্যেই সড়কটির মেরামতের কাজ শুরু হয়েছে। এটির বাস্তবায়ন হলে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের চলাচলের দূর্ভোগ যেমন লাঘব হবে। তেমন গতিশীল ও শক্তিশালী হবে এখানকার গ্রামীণ অর্থনীতি। এ উপজেলার প্রতিটি রাস্তা-ঘাট,ব্রীজ-কালভার্টের উন্নয়নে সংসদ সদস্য সব সময় কাজ করে যাচ্ছেন। উল্লাপাড়াকে যোগাযোগ সমৃদ্ব মডেল উপজেলা গড়তে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ডিদারুল আলম তরফদার জানান,২১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১৬ কিঃমিঃ সড়কটির নির্মাণ কাজ করছে ঢাকার সাগর বিল্ডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। পুরো সড়কটি সংস্কার সহ মজবুত করা হচ্ছে। দিনরাত কাজ চলছে। আগামী জুন/২০২২ইং এর মধ্যে সড়কের সংস্কার কাজ শেষ হবে । আমরা সেই ভাবেই কাজ বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুরো কাজ শেষ হলে দুই উপজেলার মানুষের চলাচলের দূর্ভোগ লাঘব হবে।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৫/০২/২০২২

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.