উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব হলরুমে আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাতেন হিরুকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, নজরুল ইসলাম, সাহারুল হক সাচ্চু, জয়নাল আবেদীন জয় ও রাজু আহমেদ সাহান। এর আগে প্রেসক্লাব সভাপতি আব্দুস ছাত্তার তার বক্তব্যে কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবার ফলে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং আহবায়ক কমিটি গঠনের আহবান জানান । আহ্বায়ক কমিটি গঠনের আগে এক আলোচনা সভা হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আব্দুল বাতেন হিরু, কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম, সাহারুল হক সাচ্চ, জয়নাল আবেদীন জয়, রাজু আহম্মেদ সাহান, রেজাউল করিম বাচ্চু, হাফিজুর রহমান বাবলু প্রমুখ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৭/০১/২০২২