উল্লাপাড়া

উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

নব নির্বাচিত উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ বেশ কয়েকজন নেতৃবৃন্ধ সাবেক পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের আনীত অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ।
পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটি শনিবার বেলা ১১টায় বলরাম মন্দির অঙ্গনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এতে নব গঠিত কমিটির সভাপতি সুজিত ঘোষ স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে সাবেক নির্বাহী কমিটির সভাপতি গৌতম কুমার দত্তের কর্মকালীন নানা অপকর্মের অভিযোগ উত্থাপন করেন। সুজিত ঘোষ অভিযোগ করেন, গৌতম দত্ত নিজে নেপথ্যে থেকে নির্বাচনে হেরে যাওয়া সভাপতি পার্থী রামকৃষ্ণ অধিকারী, সাধারণ সম্পাদক পদে মৃনাল কান্তি দাস এবং বিগত কমিটির নেতা রামপ্রসাদ, গোবিন্দ ভৌমিক ও হরিদাস কুন্ডুদেরকে দিয়ে সিরাজগঞ্জ জেলা কমিটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নানা দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। যে অভিযোগগুলোর কোন সত্যতা বা ভিত্তি নেই। এসব অভিযোগ নির্বাচনে হেরে যাওয়ার গ্লানি সইতে না পেরে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন সুজিত ঘোষ।

এর আগে গত ১৮ আগষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক নির্বাহী কমিটি স্থানীয় একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন। এতে পরাজিত সভাপতি প্রার্থী রামকৃষ্ণ অধিকারী অভিযোগ করেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের কয়েকজন নেতা গঠনতন্ত্র বিরোধী কাজ করে তাদের অনুগামী কয়েকজনকে নতুন কার্যকরী কমিটির নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। এদের নির্বাচন ও ভোটার বাছাই কোনটাই নিয়মতান্ত্রিক ছিল না।

প্রসঙ্গতঃ গত ২৩ জুলাই উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিটি উপজেলা পর্যায়ের নতুন সভাপতি সম্পাদক নির্বাচনে ভোটগ্রহণ করেন। ওই নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন, রামকৃষ্ণ অধিকারী এবং সুজিত ঘোষ, সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন রতন সরকার এবং মৃনাল কান্তি দাস। এই নির্বাচনে মোট ভোটার ছিল ৪৫ জন। এদিন নির্বাচনে সভাপতি পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন সুজিত ঘোষ এবং ৩৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন রতন সরকার।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু’র সঙ্গে কথা বললে তিনি তার জেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনীত উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতিসহ নির্বাচনে হেরে যাওয়া সভাপতি প্রার্থী রামকৃষ্ণ অধিকারী ও সাধারণ সম্পাদক মৃনাল কান্তি এবং অন্য নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন তা একেবারেই মিথ্যা, বিভ্রান্তকর ও হেরে গিয়ে পরাজয় মেনে না নেওয়ার অপকৌশল মাত্র। গত ২৩ জুলাই সিরাজগঞ্জ জেলা কমিটির নেতৃত্বে উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা ছিল সম্পূর্ণ গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে একেবারে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

১৯-০৮-২০২২