উল্লাপাড়া

উল্লাপাড়ায় ‌‌’বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

২৬ জুলাই বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‌’বন্দুকযুদ্ধে’ হজরত আলী (৪২) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে দুইটি শুটার গান, ১৪টি কার্তুজ, একটি কুড়াল, একটি হাসুয়া ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।