উল্লাপাড়ায় ১ আটক সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগর আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সকালে উপজেলার বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজগর ওই এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে।
১৩ মার্চ মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।
অফিস সহকারী আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগরকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে