উল্লাপাড়ায় ১৫৫ বোতল ফেনসিডিল সহ ৩ জন গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৫৫ বোতল ফেনসিডিল সহ মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩০), মোঃ জাহিদ হাসান(১৯) ও মোঃ আবুল কালাম(৩০)কে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ ।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল গোলচত্বর হাজী ইমান আলী সুপার মার্কেটের সামনে ঢাকা গামী যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১৫৫ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । এরা হলো দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দাইল গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন ( ৩০), চিনিরবন্দর উপজেলার চকমোসা গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ জাহিদ হাসান, দক্ষণ পলাশবাড়ি গ্রামের মহির উদ্দিন এর ছেলে মোঃ আবুল কালাম । এদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২১/০২/২০২২