উল্লাপাড়ায় ১২ জন ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেলেন তানভীর ইমাম এমপি
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই প্রথম কোনো জাতীয় সংসদ সদস্য গত ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নব নির্বাচিত ১২ জন ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
রবিবার বিকেলে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা আওয়ামিলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান লাবলু, উপজেলার বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা সোহেল প্রমুখ ।
পরে নৌকা প্রতিক নিয়ে নব নির্বাচিত ১২ জন চেয়ারম্যানদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন । এর পর সন্ধ্যায় জমকানো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৭/০৩/২০২২
