উল্লাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হত দরিদ্র ৫০ পরিবারের মাঝে বিনামূল্যের সরকারী ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়েছে ।
উপজেলা পরিষদ চত্বরে সোমবার সকাল দশটায় সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এ ঢেউটিন ও অর্থ বিতরণ করেন । প্রতি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক দেওয়া হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা যুবলীগের আহবায়ক সংসদ সদস্যের একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জ্বল প্রমুখ ।