উল্লাপাড়ায় সড়ক বিভাগের নির্মীত কালভার্ট উদ্বোধন করেন তানভীর ইমাম এমপি
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপথ বিভাগের অধিনে উল্লাপাড়া- বেলকুচি সড়কের কৃষকগঞ্জ বাজারের খালের উপর ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মীত কালভার্ট ও এ্যাপ্রোজ সড়কের উদ্বোধন করা হয়েছে ।
সোমবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম সলপ ইউনিয়নের কৃষকগঞ্জ বাজারে খালের উপর নির্মিত কালভার্ট ও এ্যাপ্রোজ সড়কের উদ্ধোধন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম তরফদার, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুল মনসুর আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, সাধারণ সম্পাদক এহসানুল হক সন্টু, উল্লাপাড়া সড়ক উপ-বিভাগের উপ- সহকারী প্রকৌশলী এস এম আব্দুল খালেক প্রমুখ ।
