উল্লাপাড়ায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি তানভীর ইমাম
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
শনিবার উল্লাপাড়া-মোহনপুর- ভাঙ্গুড়া সড়কের উপজেলার বড় পাঙ্গাসী বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত সাড়ে ৩ কিঃ মিঃ সড়কের উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ওই সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন।
উল্লাপাড়ার সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী রাশেল উল্লাহ খান জানান, উল্লাপাড়া উপজেলার পশ্চিম এলাকার অবহেলিত জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশীত ও পাশের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়কটি চলতি অর্থবছরে প্রায় ২৫ কোটি ব্যয়ে সড়ক ও জনপদ বিভাগ নির্মাণ করছেন। মেসার্স আমিনুল হক প্রাইভেট লিঃ ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সড়কেট নির্মাণ কাজ করছেন। বড় পাঙ্গাসী ইউনিয়নের বাংলাপাড়া থেকে উধুনিয়া বাজার পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিঃ মিঃ সড়ক পাকাকরণ সহ ব্রীজ নির্মাণ করা হবে। সড়ক উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী তিন মাসের মধ্যেই সড়কের নির্মান কাজ শেষ করতে পারবেন বলে তিনি জানান।
রাস্তা পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমামের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৫.০২.২০২২