উল্লাপাড়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী খুন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জেট উল্লাপাড়ায় উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচিলা গ্রামে স্ত্রীর বটিদায়ের কোপে খুন হয়েছেন স্বামী শামীম হোসেন (৪৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টায়। স্বামী মৃত্যুর পর স্ত্রী পালিয়ে গেছে।
সলংগা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাকারিয়া জানান, পাঁচিলা গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীম হোসেনের ৩য় স্ত্রী শিরিন বেগম।
বেশ কিছু দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। ঘটনার সময় উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে শিরিন বেগম তার হাতে থাকা বটি দিয়ে শামীমের মাথায় কোপ দেন। শামিম মাটিতে লুটে পড়ে এবং ঘটনা স্থলেই তার মৃতু হয় । এ সময় শিরিন বেগম পালিয়ে যায় ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতার মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ