উল্লাপাড়ায় সারাদিন বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সারাদিন বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে । শুক্রবার সকাল ৯ টা থেকে এক টানা সারাদিন বৃষ্টি হয়েছে । এ বৃষ্টিতে প্রায় ২ হাজার ৪০ হেক্টর জমির পাকা সরিষা নষ্ট হতে চলেছে ।
উপজেলায় এবার ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে । আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার এবার ভাম্পায়ার ফলন হয়েছে । মাঠে মাঠে সরিষা পেকে রয়েছে । যে দিকে তাকাই, সেই দিকেই দেখি শুধু পাকা সরিষা আর সরিষা । পাকা সরিষা দেখে চোখ জুরিয়ে মন ভরিয়ে যায় । ইতিমধ্যেই পাকা সরিষা তোলা শুরু করেছে । আগামী ১০ দিনের মধ্যেই ক্ষেত থেকে সরিষা তোলা শেষ হয়ে যাবে । কিন্তুু কৃষক সেই সরিষা শুকন অবস্থায় ঘরে তুলতে পারলো না ।
কৃষক মোঃ আনোয়ার হোসেন জানান বৃষ্টিতে ভিজে ভারে সব সরিষার গাছ মাটির সাথে শুয়ে পড়বে । তোলার সময় কিছু সরিষা নষ্ট হবে । প্রকৃতির মারে আবহাওর প্রতিকুলতার কারণে বৃষ্টিতে সরিষা ভিজে কিছু সরিষা নষ্ট হবে এবং রং কালো হয়ে যাবে । সরিষা বিক্রি করতে গিয়ে সঠিক মূল্য পাবে না ।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজমল হোসেন জানান এ বৃষ্টিতে সরিষার তেমন কোনো ক্ষতি হবে না । কারণ সরিষার ফলের খোসা মজবুদ থাকায় নাষ্ট হওয়ার সম্ভাবনা কম রয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৪/০২/২০২২