উল্লাপাড়া

উল্লাপাড়ায় শোক দিবসে বিনন্রশ্রদ্ধায় জাতির পিতা ও তাঁর শহীদ স্বজনদের স্মরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সর্ব স্তরের মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদেরকে। উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে উল্লপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর পর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উল্লাপাড়া প্রেসক্লাব, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে। পরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর কর্মজীবন, আদর্শ ও অবদানের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে উপজেলা নির্বহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা শফিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযােদ্ধা গােলাম মােস্তফা , পৌর মেয়র এস এম নজরুল ইসলাম , সহকারী কমিশনার ( ভূমি ) ইশরাত জাহান , সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া সার্কেল) মাহফুজ হোসেন, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতার প্রমুখ ।

এর আগে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ করেন । এছাড়া উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামী লীগ , পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করেন। উপজেলা আওয়ামী লীগ জাতির পিতার ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল কর্মসূচি পালন শেষে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম নিজ হাতে সাধারণ মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করেন ।