উল্লাপাড়ায় শারীরিক প্রতিবন্ধী ভোটারাও কেন্দ্রে এসে ভোট দিলেন
উল্লাপাড়া প্রতিনিধিঃ তৃতীয় ধাপে রবিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায়
ইউনিয়ন পরিষদ নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলার ১৩ ইউনিয়নের ১৪৮ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে । ভোট কেন্দ্রগুলোতে মহিলা ভোটারের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে । এ ছাড়াও দুই জন শারীরিক প্রতিবন্ধী ভোটারও ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ।
উপজেলার দূর্গানগর ইউনিয়নের মনোহরা দাখিল মাদ্রাসা কেন্দ্র বেলা ১০ টার দিকে হাম্কুড়া দিয়ে ভোট দিতে আসেন মনোহরা গ্রামের মৃত সাবের প্রাং এর মেয়ে ৬৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মোছাঃ মরিয়ম খাতুন এবং বেলা ১১টার দিকে দাদপুর কেন্দ্র ভোট দিতে আসেন দাদপুর গ্রামের মৃত রউজ উদ্দিনের ছেলে ৩২ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মোঃ সাইফুল ইসলাম ।
এ সময় মরিয়ম জানান ভোট একটি মুল্যমান সম্পদ । আমার একটি ভোটের জন্য একজন সৎ ব্যক্তি বিজয়ী হতে পারেন । সেই অনুভুতিতেই আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি । এ সময় সবার উদ্দেশ্য তিনি বলেন “আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব” । মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ ০১৭৮৪৪৫১৬১৬ ২৯/১১/২০২১