উল্লাপাড়ায় শহর ও গ্রাম পর্যায়ে স্কুল শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনা ভাইরাসের টিকা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শহর ও গ্রামের মাধ্যমিক পর্যায়ে প্রায় ৪২ হাজার স্কুল শিক্ষার্থীদের দেয়া হচ্ছে করোনা ভাইরাসের গণটিকা।
গত শনিবার থেকে উপজেলার শহর ও গ্রামের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে এ টিকা কার্যক্রম। উপজেলার ৭২ টি মাধ্যমিক স্কুল, ৫৫ টি মাদ্রাসা, ৯ টি কলেজ ও ৪ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪২ হাজার শিক্ষার্থীদের মাঝে এলাকা ভিত্তিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্যু করে সেখানেই নিবন্ধন করে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের প্রথম ডোজ ( ফাইজার) টিকা দেয়া হচ্ছে। গত দুই দিনে উপজেলায় প্রায় ১৭ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে । শিক্ষার্থীরা কোন ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে খুব খুশি ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আহসানুল হক জানান সরকারী নির্দেশনা অনুযায়ী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তালিকা অনুযায়ী উপজেলায় প্রায় ৪২ হাজার শিক্ষার্থীকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে । গত ৩ দিনে প্রায় ১৭ হাজার টিকা দেওয়া হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০/০১/২০২২