সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনসাধারণের ভোগান্তি অবশেষে লাগব হতে চলছে । উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংএ শুক্রবার সকালে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ রেলওয়ে ওভারপাসের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম । উল্লাপাড়া এইচ,টি,ইমাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং এর সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম বলেন স্বাধীনতাপর থেকে এ অঞ্চলের মানুষ পাবনা-ঢাকা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ রেলওয়ে ক্রসিং এর উপর একটি ওভারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। সকলের দীর্ঘদিনের সেই দাবীটি বাস্তবায়ন হতে চলছে। সড়ক ও জনপদ অধিদপ্তরের সিরাজগঞ্জ সড়ক বিভাগ প্রনিত একটি প্রকল্প একনেক কমিটি থেকে ৯৩ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় । পরবর্তিতে ট্রেন্ডার প্রকৃয়া শেষে ওভারপাস নুর্মান কাজের ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৭৬ লাখ টাকা । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ ,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবলি ইসলাম কবিতা প্রমুখ । সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং সভাপতির বক্তব্য দিতে গিয়ে জানান, ২৬৬.৫৭ মিটার রেলওয়ে ওভারপাসের সঙ্গে দুইপাশে ১০০ মিটার লম্বা দুটি র‌্যাম্প নির্মাণ করা হবে। এছাড়া ৪.৫২ কিলোমিটার এ্যাপ্রোচ সড়ক এবং ১.৮৭ কিলোমিটার এ্যাপ্রোচ সড়কের নিচে পার্শ্ব সড়ক নির্মাণ করা হবে। সেই সাথে এখানে ড্রেন নির্মাণ, সাইন, সিগন্যাল ও লাইটিং এর ব্যবস্থা থাকবে । এই ওভারপাস নির্মাণ করতে সময় লাগবে প্রায় দু বছর । এটি নির্মাণ শেষ হলে এই রেল ক্রসিংয়ে আর সাধারন মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকা থাকতে হবে না