উল্লাপাড়া

উল্লাপাড়ায় যৌন নিপিড়নের মামলায় ১ জন গ্রেফতার

 

উল্লাপাড়া প্রতিনিধি ঃ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১১ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপিড়নের অভিযোগে মোঃ রমজান আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
সোমবার সন্ধ্যায় কিশোরীর বাবা মোঃ আফসার আলী বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মোঃ রমজান আলীর বিরুদ্ধে যৌন নিপিড়নের মামলা দায়ের করেন ।
মামাল সুত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের মোঃ আবুজল হোসেনে ছেলে মোঃ রমজান আলী(৫৫) বিভিন্ন ভাবে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো । কিশোরী কুপ্রস্তাবে রাজি না হয়ে বিষয়টা তার বাবা-মাকে জানালে কিশোরীর বাবা মোঃ আফসার আলী অভিযুক্ত আসামী রমজান আলীকে ডেকে নিয়ে শাসন করে দেয়। এতে আসামী রমজান আলী আরো বেপরয়া হয়ে সুযোগের অপেক্ষায় থাকে । গত রবিবার(১লা আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ওই কিশোরী বাড়ির পার্শ্বের আমগাছের নীচে মাচালে বসে ছিলো, এ সুযোগে রমজান আলী কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপিড়নে উত্যক্ত করতে থাকে । এ সময় কিশোরীর আত্মচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে রমজান আলী তখন দ্রুত পালিয়ে যায় । এ ঘটনায় কিশোরীর বাবা মোঃ আফসার আলী সোমবার (১ আগষ্ট) সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ রমজান আলীকে ওই রাতেই গ্রেফতার করে। মঙ্গলবার রমজান আলীকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠিয়েছে ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ এনামুল হক জানান বাদীর অভিযোগের ভিত্তিতে রাতেই আসামীকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামী রমজান আলীকে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে এবং নির্যাতিতা কিশোরীর জবানবন্দির জন্য সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০২/০৮/২০২২