উল্লাপাড়া

উল্লাপাড়ায় যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তানভীর ইমাম এমপি

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক পোশাক তৈরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ এবং সলপ ইউনিয়ন আওয়ামী লীগ ও সলপ ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে বেকার যুব মহিলাদের প্রশিক্ষণ সমাপনী ও ২১জন যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম যুব মহিলাদের হাতে ওই সেলাই মেশিন তুলে দেন এবং পোশাক প্রশিক্ষণের সনদ বিতরণ করেন ।

এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা দেওয়ান মওদুদ আহম্মেদ, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা সলপ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান সাধারণ সম্পাদক এহসানুল হক সন্টু সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।