উল্লাপাড়া

উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযনে হেরোইন ফেনসিডিল উদ্ধার গ্রেপ্তার ৩

উল্লাপাড়া মডেল থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল ও ১৩ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এরা হলো উল্লাপাড়ার এনায়েতপুর শ্বশানঘাট গ্রামের আবু তাহের, পূর্ব ভদ্রকোল গ্রামের ফুলজার হোসেন ও উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হাকিম।
এদেরকে উল্লাপাড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, এরা দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গোপন সূত্রে খবর পেয়ে হাটিকুলরুল গোলচত্ত¡রে রাত ২টার দিকে পিংকী পরিবহনের একটি কোচে তল্লাশী চালিয়ে একটি বস্তা থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কোচটি বুড়িমারী থেকে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক ২টি মামলা হয়েছে।