উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিং
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় মঙ্গলবার দুপুরে অত্যাবশকিয় পণ্যসামগ্রী সঠিক দামে বিক্রিতে পৌর শহরের বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷
এ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয় । এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার ( ভুমি ) ইশরাত জাহান, এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা ( এনএসআই) , পুলিশ প্রশাসনের সদস্যগণ ৷
এ ভ্রাম্যমাণ আদালত থেকে ভোজ্য সয়াবিন তেলসহ সব ধরণের মালামাল সঠিক দামে বিক্রি করার বিষয় দোকানদারদেরকে নির্দেশনা দেওয়া হয় । এছাড়াও বাজার মনিটরিং এর সময় উপস্থিত সাধারণ জনগণদের জানানো হয় বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে সরকারী নির্ধারিত মূল্যে তিন মুদি দোকানী নিজস্ব ব্যানার টানিয়ে ভোজ্য সয়াবিন তেল বিক্রি করবেন ৷ সেখান থেকে সঠিক মূল্যে ভোজ্য সয়াবিন তেল সহ অন্যান্য মালামাল ক্রয় করতে পারবেন । ওই দোকান তিনটি হলো- অর্ণব বাণিজ্যালয় , দত্ত এন্ড ব্রাদার্স ও আজাদ ষ্টোর ৷