উল্লাপাড়া

উল্লাপাড়ায় ভ্যান চালক আলমের হত্যাকারী গ্রেফতার, কোর্টে স্বীকারোক্তি মুলুক জবানবন্দি

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যান চালক আলম এর হত্যাকারী মোঃ রায়হানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । শনিবার সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিষ্ট্রেটের সামনে স্বীকারোক্তি মুলুক জবানবন্দি দিয়েছে সে ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান ভ্যান চালক আলম এর হত্যাকারী রায়হানকে গ্রেফতারের পর শনিবার সিরাজগঞ্জ কোর্টে ম্যাজিষ্ট্রেটের সামনে হাজির করলে রায়হান হত্যার কথা স্বীকার করে ম্যাজিষ্ট্রেটের কাছে জবানবন্দি দেয় এবং সে জানায় মঙ্গলবার রাত ১২ টার দিকে আলমকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায় । তার পর একটি মেয়েকে কন্ট্রাক করে কয়ড়া রতন দিয়ার এলাকার দিয়ার বিলে যায় । সেখানে আলম মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চাইলে মেয়েটি কন্ট্রাকের পুড়া টাকা দাবি করে । আলম তা না দিয়ে টালবাহানা করতে নিলে মেয়েটি আলমকে লাথ্যি(গুড়ি) মারলে আলম মাটিতে পরে যায়, তখন দু জন মিলে ওড়না দিয়ে গলা পেচিয়ে শ্বাসরোধ করে আলমকে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখে চলে যায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির আরও জানায় রায়হানকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে । অন্য আসামীকে গ্রেফতারের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না ।

গত ১৭ মে রাতে ভ্যান চালক আলম নিখোঁজ হয় । তিনদিন পর তার লাশ উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতন দিয়ারের দিয়ার বিল থেকে তার লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় আলমের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মোঃ রায়হান সহ অজ্ঞাত ব্যক্তি উল্লেখ্য করে মামলা দায়ের করলে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির এর নেতৃত্বে পুলিশ দল ২৪ ঘন্টার মধ্যে আসামী মোঃ রায়হানকে গ্রেফতার করতে স্বক্ষম হয় ।

 

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২২/০৫/২০২২