উল্লাপাড়ায় ভুয়া কাজী গ্রেফতার
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিকাহ রেজিস্টারী করার সময় মোঃ আব্দুস ছালাম(৪২) নামের এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেষপুর গ্রামের মোঃ আলহজ্ব মোল্লার বাড়িতে উপস্থিত হই ।
সেখানে ভুয়া কাজী মোঃ আব্দুস ছালাম একটি বিবাহের নিকাহ রেজিস্টার করছিলো । তার কাছে নিকাহ রেজিস্টার করার বৈধ কাগজ (লাইসেন্স) চাওয়া হলে সে তা দিতে পারে না । এ অবস্থায় তাকে আটক করা হয় ।
আটককৃত ভুয়া কাজী মোঃ আব্দুস ছালামকে জিজ্ঞাসা করলে তিনি জানান নিকাহ রেজিস্টার করার জন্য তার কোনো বৈধ কাগজ (লাইসেন্স) নেই । সে উল্লাপাড়া পৌরসভার মনিরুজ্জামান এর নিকাহ রেজিস্টার সংগ্রহ করে বিবাহ কার্য সম্পাদন করেন থাকেন । সে দীর্ঘদিন ধরে নিজে বৈধ নিকাহ রেজিস্টার না হয়েও নিজেকে বৈধ নিকাহ রেজিস্টার দাবি করে তার সহযোগীদের সহায়তায় প্রতারনামুলক ভাবে বিবাহ সম্পাদন করে টাকা হাতিয়ে নিচ্ছে । এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান আসামীকে গ্রেফতার করে শনিবার সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।