উল্লাপাড়ায় বিভিন্ন আয়োজনে শেখ রাসেলের জম্মদিন পালন করে উপজেলা আওয়ামীলীগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
১৮ আক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র “শেখ রাসেলের ৫৯ তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২” পালিত হয়েছে । উপলক্ষে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উল্লাপাড়া উপজেলা প্রশাসন । তারপর উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ । এ ছাড়াও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে “শেখ রাসেলের জম্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২” পালন করে উপজেলা আওয়ামীলীগ । উপজেলা চত্ত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কর্তন, আলোচনা সভা, বাদ যহর উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে মিলাদ -মাহফিল ও দোয়া করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরু, অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ন সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ কামরুন্নাহার আলো, সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৮/১০/২০২২