উল্লাপাড়ায় বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চর মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমে থাকা বন্যার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । ওই বিদ্যালয় মাঠে এখনি মাটি ফেলে ভরাট না করলে পরবর্তীতে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায় বেশ সমস্যা দেখা দিবে ।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চর মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের খেলার মাঠে এলাকার প্রভাবশালী বালু ব্যবসায়ী করোনা কালীন সময়ে ব্যবসার উদ্দেশে ওই মাঠে বালু গাঁদি দিয়ে বালু বিক্রি করে । বালু বিক্রির শেষে বিদ্যালয়ের মাঠ নীচু হয়ে যায় । বালু সরানোর পর বন্যা ও বৃষ্টির পানি জমাট বেধে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । প্রায় দেড় বছর পর বিদ্যালয় খুল্লেও বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । পানি খোচে খোচে পার হওয়ার সময় পড়ে গিয়ে শিক্ষার্থী ও তার বই-খাতা ভিজে যাচ্ছে ।
প্রধান শিক্ষক শারমীন সুলতানা মেরী বলেন , পানি জমে থাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । এ অবস্থা থাকলে পরবর্তীতে বিদ্যালয় মাঠে শরীরচর্চা ও তাদের খেলাধুলায় বেশ সমস্যা হবে । মাঠটিতে উচু করে মাটি ভরাট করা হলে এ সমস্যার সমাধান হবে ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন জানান , তিনি নিজেই সরেজমিনে বিদ্যালয়টিতে যাবেন। বিষয়টি দেখে এলাকার ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে দ্রুত সমাধান করার প্রযোজনীয় উদ্যোগ নেবেন । উপজেলা শিক্ষা কমিটির আগামী সভায় সমস্যার বিষয়টি তুলে ধরবেন।