উল্লাপাড়া

উল্লাপাড়ায় বিদেশী সিগারেট সংরক্ষন ও বিক্রির দায়ে দুই দোকানীকে জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

বৃহস্পতিবার উল্লাপাড়ার বালসাবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অনুমোদনহীনভাবে বিদেশী সিগারেট সংরক্ষণ, বিক্রি এবং বিজ্ঞাপন হিসেবে প্রচারের জন্য বিদেশী সিগারেটের মোড়ক রাখায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা হয় ওইসব অুনমোদনহীন সামগ্রী।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন। একই সময়ে আদালত স্বাস্থ্যবিধি অমান্য করায় মোট ৯ জনকে ৮ হাজার টাকা জরিমানা করে। আদালত পরিচালনা শেষে জব্দকৃত সামগ্রী দোকানের পাশের রাস্তায় পুড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।