উল্লাপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করেছে উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ । বৃহস্পতিবার সকাল ১১ টায় উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এর নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করেন। এ আনন্দ শোভা যাত্রাটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ করে ।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করে ।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি সাবেক এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরু, মোঃ মোকলেছুর রহমান ডাবল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর এস এম শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ