উল্লাপাড়ায় বজ্রপাতে ২ ভ্যান চালক নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে ২ জন ভ্যান চালক নিহত হয়েছে । জানা যায় উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া থেকে যাত্রী নিয়ে বড় পাঙ্গাসী যাওয়ার পথে হাওড়া বিলের শ্রীপাঙ্গাসী ব্রীজের কাছে বজ্রপাতে ভ্যানচালক আব্দুল আলীম(৩৮) ও বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ থেকে ভ্যান নিয়ে গয়হাট্রা যাওয়ার পথে বজ্রপাতে ভ্যান চালক সেলিম রেজা(৩২) গুরুতর আহত হয় । গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের দু জনকেই মৃত্যু বলে ঘোষনা করেন। আব্দুল আলিম উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া মধ্য পাড়া গ্রামের মৃত লালচাঁদ প্রাং এর ছেলে এবং সেলিম রেজা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিম এর ছেলে ।