উল্লাপাড়ায় বজ্রপাতে নিহতদের লাশ চুরি হওয়ার আতঙ্কে স্বজনেরা, রাত্রি জেগে পাহারা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে ৯ জন নিহত ও ৫ জন আহত হয় । আহতদের মধ্যে নদী নামে ১২ বছর বয়সী এক কিশোরীর অবস্থা আসংখ্যা জনক । সে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে ।
এদিকে নিহতদের নিজ নিজ গ্রামের কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে । তবে কবর থেকে লাশ চুরি হওয়ার ভয়ে আতঙ্কে রয়েছে মৃত ব্যক্তির স্বজনেরা ।লাশ যাতে চুরি না হয় সে দিকে সতর্কতাবস্থায় রয়েছে । তারা রাত্রি জেগে কবর স্থান পাহারা দিচ্ছে ।
বজ্রপাতে নিহত শিবপুর গ্রামের শমসের আলীর পরিবার থেকে জানান, কবর থেকে লাশ চুরি হওয়ার আতঙ্কে রয়েছে, তবে চুরি যাতে না হয় সে দিকে সতর্ক রয়েছে ।
একই অবস্থা মাটি কোড়া গ্রামে, মৃত ব্যক্তির স্বজনরা কবর থেকে লাশ চুরি হওয়ার আতঙ্কে রয়েছে । মাটি কোড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাকোয়াত হোসেন জগলু জানান লাশ দাফনের পর থেকেই কবর থেকে লাশ চুরি হওয়ার আতঙ্কে নিহতদের পরিবার । নিহত ব্যক্তিদের পরিবার থেকে রাত্রিতে কবর স্থান পাড়া দেওয়া হচ্ছে এবং গ্রামবাসীও সতর্ক রয়েছে ।
আহতদের মধ্যে নদী নামে ১২ বছর বয়সী এক কিশোরীর অবস্থা আশংকা জনক । সে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে । বাকি ৪ জনের দু জন সিরাজগঞ্জ সদর হাডপাতালে এবং দুজন উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে । এদের অবস্থা অনেকটাই ভালো । দু- এক-দিনের মধ্যে তারা সম্পুর্ন সুস্থ্য হয়ে বাড়ি ফিরবে ।
আইসিইউতে ভর্তি নদীর বাবা মোঃ নূরনবী (বাবু) জানান, তার দুই মেয়ে নদী(১২)ও জান্নাতি(৮) বজ্রপাতে গুরুতর আহত হয় । দু-জনকেই সিরাজগঞ্জ সদর হাডপাতালে ভর্তি করা হয় । পরে নদীর অবস্থা আশংকা জনক হলে ডাক্তার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে । ডাক্তার বলছে সে সুস্থ্য হয়ে উঠবে ।
উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামিউল ইসলাম রনি জানান বজ্রপাতে আহত দুজন রোগী রুপা খাতুন(৬) ও আমেনা খাতুন(৯) ভর্তি ছিলো, তারা সুস্থ্য হয়ে শুক্রবার বাড়িতে গেছে ।
বজ্রপাতে নিত ব্যক্তিদের দাফনের পর চোরেরা লাশ উত্তোলন করে নেয় শুনেছি কিন্তু কখনো দেখিনি । উল্লাপাড়ার শিবপুর ও মাটিকোরা গ্রামের বজ্রপাতে নিহত ৯ জনের লাশ দাফন সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত এরকম কোনো আলামত দেখি না বা এধরণের অভিযোগ মৃত ব্যক্তির স্বননদের কাছ থেকে পাইনি ।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, কবর থেকে লাশ চুরি হওয়ার কোনো সুযোগ নেই । তার পরেও মৃত ব্যক্তির স্বজনদের সতর্ক থাকতে বলা হয়েছে । আইসিইউতে ভর্তি নদীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা উপজেলার ত্রান তহবিল থেকে দেওয়া হয়েছে ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেল উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মাঠে রোপা ধানের চারা তুলতে গিয়ে বজ্রপাতে শিবপুর গ্রামের একই পরিবারের ৫ জন ও মাটিকোড়া গ্রামের ৪ নিহত এবং ৫ জন আহত হয় ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০/০৯/২০২২