উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী-রাজমান সড়কের প্রশস্থকরণ কাজ উদ্বোধন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
অবশেষে প্রশস্থকরণ করা হচ্ছে উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী-কয়ড়া-রাজমান আঞ্চলিক সড়ক। এলাকাবাসীর অতি গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্থকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই সড়কটি প্রশস্থকরণের উদ্যোগ নিয়েছে। সংসদ সদস্য বৃহস্পতিবার বিকেলে এই সড়কের প্রশস্থকরণ কাজের উদ্বোধন করেছেন। অপ্রশস্থ হওয়ায় এই আঞ্চলিক সড়কে প্রায়শই ঘটত দুর্ঘটনা।
কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, হাফিজুর রহমান, মীর আরিফুল ইসলাম উজ্জল, ওমর ফারুক, হাবিবুর রহমান প্রমুখ।
উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দীন জানান, উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রশস্থকরণ করা হচ্ছে পূর্ণিমাগাঁতী-কয়ড়া-রাজমান সড়ক। ৭ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি প্রশস্থকরণের জন্য ১১ কোটি টাকা ব্যয় হবে। রাস্তাটি চওড়া হলে এই পথে সবধরনের ভারী যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হবে।