উল্লাপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ৩ নেতার গ্রেফতার।
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞআদালত।
আসামিরা হলেন- উল্লাপাড়া ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মুনসুর মুন ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন।
সোমবার দুপুরের দিকে মামলার আসামিদের আইনজীবী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১’র আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জেসমিন আরা জাহান জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিরাজগঞ্জ আদালতের জেনারেল রেজিস্ট্রি অফিসার (জিআরও) জুয়েল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
গত ২৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ পরিদর্শক এনামুল, কনস্টেবল মতিউর ও সুজাউদ্দৌলা আহত হন। এ ঘটনায় ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গুত্ব আহতো হয় া
এ ঘটনায় ৩০ এপ্রিল উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে ছাত্রলীগের ৬ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় এ তিন আসামিকে কারাগারে পাঠালেন আদালত।