উল্লাপাড়া

উল্লাপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানিতে ডুবে মোস্তাকিন নামের ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২-এপ্রিল) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোস্তাকিন জালশুকা গ্রামের তোতা মিয়ার ছেলে।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। পরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে।

এরইমধ্যে ওই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় মোস্তাকিনকে। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।