উল্লাপাড়ায় পল্লী উন্নয়ন বোর্ড থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) থেকে ” কোভিড -১৯ প্রণোদনা ঋণ তহবিল” কর্মসূচীতে পল্লীর ২১ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ঋণের সাড়ে ৩৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বেলা সাড়ে ১১টায় ঋণের অর্থের চেক ক্ষদ্র উদ্যোক্তাদের হাতে তুলে দেন উল্লাপাড়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ সুলতান হাফিজ খান ।
ঋণের টাকার চেক বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠান হয় । আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ সুলতান হাফিজ খান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সরকার প্রমুখ ।
