উল্লাপাড়া

উল্লাপাড়ায় নবগঠিত বিএনপি’র আহবায়ক কমিটির পদ থেকে পদত্যাগ আহবায়কের

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণমাগাঁতী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পদ থেকে পদত্যাগ করলেন আহবায়ক মোঃ খায়রুল আলম পান্না । রবিবার বেলা ১১ টায় উল্লাপাড়া পৌর শহরের ফুড পার্ক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষনা দেন ।

উল্লাপাড়া উপজেলা বিএনপি’র একাংশের মহাসচিব মোঃ আজাদ হোসেন স্বাক্ষরিত নব গঠিত আহবায়ক কমিটির মোঃ খাইরুল আলম পান্নাকে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক করে একটি নতুন আহবায়ক কমিটি গঠন করে এবং ওই কমিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ খাইরুল আলম পান্না’র কাছে বিষয়টি দৃষ্টিগোচর হয়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা দেখিয়ে আহবায়ক কমিটির দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন ।

এ বিষয়ে রবিবার বেলা-১১ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ফুডপার্ক রেষ্টুরেন্টের একটি কক্ষে খাইরুল আলম পান্না সংবাদ সম্মেলনের মাধ্যমে তার দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং পদত্যাগ পত্র সাংবাদিকদের মাঝে বিতরণ করেন ।

এ সময় তিনি আরো বলেন, অতীতে আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আমি কোন দলের রাজনীতির সাথে সংপৃক্ত নই ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাংবাদিক এ আর জাহাঙ্গীর, মোঃ নজরুল ইসলাম, সাহারুল হক সাচ্চু অন্যান্য সাংবাদিক বৃন্দ । তার সাথে ছিলেন মোঃ মোবারক হোসেন, মোঃ আশিকুর রহমান সরকার, মোঃ সরোয়ার হোসেন সবুজ প্রমুখ।