উল্লাপাড়ায় নদীতে ডুবে ২ ভাই এর মৃত্যু
উল্লাপাড়া প্রতিনিধিঃ
আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে মারা গেলেন সহদর ২ ভাই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেকেলে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের পাশে ফুলজোড় নদীতে।
স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম গ্রামের বাবু মিয়ার ছেলে রাজু আহমেদ (১৮) ও মাজিদুল ইসলাম (১২) সোমবার রাতে পূর্ব সাতবাড়ীয়া গ্রামে তাদের তাওই মানিক হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তাদের বিয়াই মনিরুল ইসলামের সঙ্গে দুই ভাই পাশের ফুলজোড় নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় দুই ভাই নদীর স্রোতে ডুবে যায়। এদের মধ্যে গোসল করতে আসা মনিরুল স্থানীয়দের সহযোগিতায় রাজু আহমেদের মরদেহ উদ্ধার করলেও অপর ভাই মাজিদুল নিখোঁজ হয়। বিষয়টি উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে স্থানীয়দের সাথে নদীতে নেমে মাজিদুলকে উদ্ধারের প্রচেষ্টা করে। মাজিদুলেট লাশ খুজে না পেয়ে পরে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবারু দলকে খবর দেয় । তারা এসে সন্ধ্যার দিকে নদীর তলদেশ থেকে মাাজিদুলের লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ( তদন্ত) মোঃ এনামুল হকের কাছে হস্তান্তর করেন ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ( তদন্ত) এনামুল হক জানান লাশ উদ্ধার করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে । থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
৮/৩/২২