উল্লাপাড়ায় দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম
উল্লাপাড়া প্রতিনিধিঃ
আট আনার আলো ছড়িয়ে পড়ুক সবখানে’এই স্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ দিনব্যাপী দ্বাদশ গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। উদ্বোধন শেষে তানভীর ইমাম এমপি জানান আন্তর্জাতিক মাতৃভাষার মাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এ বছরেও ৭ দিনব্যাপী গ্রন্থ মেলার আয়োজন করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন।
ঢাকার বইমেলার আদলে এ মেলার আয়োজন করা হয়েছে । আট আনায় জ্ঞানের আলো অর্থাৎ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আট আনা করে জমা রাখে । ওই টাকা দিয়ে প্রতি বছর বই মেলার আয়োজন করা হয় এবং বাকী টাকা দিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে লেখাপড়ার জন্য অনুদান দেওয়া হয় ।
এবারের গ্রন্থমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি ও ব্যক্তি উদ্যোগে ৪০ টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও খেলনা সামগ্রী ও খাদ্য বিক্রির জন্য আরো ২১ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন মেলার মঞ্চে ধারাবাহিকভাবে সংগীত পরিবেশন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ মনিরুজ্জামান পান্না, রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবিন্দু।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ