উল্লাপাড়ায় দুটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরন
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে টি আর প্রকল্পের আওতায় দু’টি প্রাথমিক বিদ্যালয়ের ২শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল পোষাক বিতরন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো- এনায়েতপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও নন্দকুশা সমম্বিত প্রতিবন্ধী আদর্শ বিদ্যালয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া জানান ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের টি আর প্রকল্পে বরাদ্দ থেকে প্রায় দেড় লাখ টাকায় শিক্ষা প্রতিষ্ঠান দু’টি শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান শিক্ষার্থীদের মাঝে এ পোষাক বিতরণ করেন। নন্দকুশা সমম্বিত প্রতিবন্ধী আদর্শ বিদ্যালয়ের ১শ ত্রিশ জন ও এনায়েতপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১শ জন শিক্ষার্থীর মাঝে স্কুল পোষাক বিতরণ করা হয়েছে।